ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

মোহামেডানকে হারিয়ে আবাহনীর মধুর প্রতিশোধ

লিগের প্রথম পর্বে আবাহনীকে ৪-০ গোলে হারিয়েছিল মোহামেডান। সুপার ফাইভের ফিরতি ম্যাচে সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছে আবাহনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডানকে ৪-২ গোলে হারিয়েছে আবাহনী। এই ম্যাচ জিতলেও আবাহনীর লিগ শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। ইতোমধ্যে সুপার লিগের তিন ম্যাচ খেলেছে আবাহনী। তাদের কেবলমাত্র একটি ম্যাচ বাকি সেটা আগামী বৃহস্পতিবার মেরিনার্সের বিপক্ষে। সেই ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে মেরিনার্স। ওই ম্যাচে আবাহনী জিতলে তখন তাকিয়ে থাকতে হবে মোহামেডানের দিকে। তারা মেরিনার্সকে হারালে তখন আবার তিন দলেরই পয়েন্ট হবে ৩৯।


আজকের ম্যাচে আবাহনী জিতলেও গোলের বেশি সুযোগ পেয়েছিল মোহামেডানই। ১৫টি পেনাল্টি কর্নার ও একটি পেনাল্টি স্ট্রোক পেয়ে গোল করেছে মাত্র দু’টি। নিজেদের ব্যর্থতার জন্যই মূলত আজকের এই হার সাদাকালোদের। অন্য দিকে আজ খানিকটা জ্বলে উঠেছিলেন আবাহনীর ডাচ খেলোয়াড়রা। লিগের প্রথম পর্বে অনুশীলন ছাড়া নামায় মোহামেডানের বিরুদ্ধে ভালো কিছু করতে পারেননি তারা। আজ (মঙ্গলবার) মোহামেডানকে হারিয়ে বেশ উচ্ছ্বসিত আবাহনীর ডাচ খেলোয়াড়রা, ‘আবাহনীর জয়ে অবদান রাখতে পেরে আমরা সন্তুষ্ট। আশা করি আমরা ভালো কিছু করতে পারব।’ বাংলাদেশের লিগের মানেরও প্রশংসা করেছেন তারা, ‘বাংলাদেশের লিগের মান বেশ ভালো। ইউরোপের মতো খুব উন্নত না হলেও এখানেও ভালো মানের খেলোয়াড় রয়েছেন। মোহামেডানেও অত্যন্ত উঁচু মানের বিদেশি রয়েছে।’


আবাহনীর ডাচ খেলোয়াড়দের বাংলাদেশের জনগনকে মনে ধরেছে অনেক, ‘বাংলাদেশের মানুষ খুব ভালো এবং আবাহনীর সমর্থকও রয়েছে অনেক। আমরা আবার সুযোগ পেলে আবাহনীর হয়ে খেলতে আসতে চাই।’ ম্যাচের পাঁচ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে লিড এনে দেন খোরশেদ। চার মিনিট পর পেনাল্টি কর্ণার থেকেই মোহামেডানকে ম্যাচে ফেরান আর্জেন্টাইন গঞ্জালো পেইলাত। দ্বিতীয় কোয়ার্টারে আবাহনীকে আবার এগিয়ে দেন আরশাদ হোসেন। তৃতীয় কোয়ার্টারের শুরুতে খোরশেদ পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করলে আবাহনীর ম্যাচে নিয়ন্ত্রণ পোক্ত হয়।


ওই কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক মিস করে মোহামেডান। পেনাল্টি স্ট্রোক মিস করলেও মোহামেডানকে পেনাল্টি কর্নার থেকে ম্যাচে ফেরান পেইলাত। ৩-২ স্কোরলাইন থেকে মোহামেডান সমতা আনার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। ৫৮ মিনিটে ডাচ কেলারম্যান ফিল্ড গোল করলে জয় সুনিশ্চিত হয় আবাহনীর।


চলতি মৌসুমে এটি আবাহনী মোহামেডানের তৃতীয় ম্যাচ। তিন ম্যাচের মুখোমুখিতে আবাহনী দুই বার জিতেছে আর একবার জিতেছে মোহামেডান।

ads

Our Facebook Page